ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সপ্তম উইকেট জুটিতে ১৪৮ রানের জুটি গড়েন রিয়াদ-মিরাজ। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন তারা। এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিমের রেকর্ডকে পিছনে ফেলেছেন তারা।
২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেছিলেন বিজয়-মুশফিক। ঐ ম্যাচে বিজয় ৭৭ ও মুশফিক ১১৭ রান করেন। ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে ২৭৯ রান করে । জবাবে বিরাট কোহলির সেঞ্চুরিতে ঐ ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় ভারত।
গতকাল ভারতের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সপ্তম উইকেটে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ ও মিরাজ। মাহমুদুল্লাহ ৭৭ রানে থামলেও, অপরাজিত ১০০ রান করেন মিরাজ।